Hours : Mon To Sat - 10AM - 04PM, Sunday Closed

About Us

Gokulpur AKADEMOS: গড়ে তুলছি আগামীর আলোকিত মানুষ

শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের এক প্রাণবন্ত পাঠশালা – Education For All


"GOKULPUR AKADEMOS" পরিচালিত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান

জাতি গঠনের মহান স্বপ্নকে ধারণ করে শিশুদের সার্বিক বিকাশের অঙ্গীকারে এগিয়ে চলেছে। আমাদের মূল লক্ষ্য—ভবিষ্যতের জন্য আদর্শ, দক্ষ ও আধুনিক মানসিকতাসম্পন্ন মানুষ গড়ে তোলা।


এই লক্ষ্যে আমরা প্রথাগত শিক্ষার পাশাপাশি প্রদান করছি নৃত্য, সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, যোগব্যায়াম, মার্শাল আর্ট, কম্পিউটার শিক্ষা এবং স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ—সবই একটি সুসংহত ও সার্বিক শিক্ষার অংশ হিসেবে।


শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ নিশ্চিত করতে সারা বছরজুড়ে আমাদের বিদ্যালয়ে আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রম।

আমরা বিশ্বাস করি—শিক্ষা সবার অধিকার। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কোনো প্রতিভা যেন ঝরে না পড়ে, সেই দায়িত্ববোধ থেকেই আমাদের অঙ্গীকার “Education For All”।